অ্যাকসেসিবিলিটি লিংক

সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তী করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন


পশ্চিমবঙ্গের বর্ষীয়ান সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তী আজ দুপুরে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাঁর বয়েস হয়েছিল ৭৬ বছর। বামফ্রন্ট সরকারের আমলে যখন জ্যোতি বসু রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই সময়ে শ্যামল চক্রবর্তী পরপর তিনবার পরিবহনমন্ত্রী হয়েছিলেন। তার পরে দু'বার তিনি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হয়েছেন। তবে তাঁর সবচেয়ে বড় পরিচয় ছিল কমিউনিস্ট পার্টির ট্রেড ইউনিয়ন সিটুর নেতা হিসেবে। নানা ধরনের অসুস্থতা ছিল তাঁর। গত ৩০শে জুলাই পরীক্ষায় কোভিড পজিটিভ ধরা পড়ায় তাঁকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়। তার থেকে আর বের করা যায়নি। শ্যামল চক্রবর্তীর স্ত্রী বহু বছর আগেই গত হয়েছেন। একমাত্র কন্যা উষসী চক্রবর্তী একজন টেলিভিশন অভিনেত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের সব রাজনৈতিক দলের নেতারা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সিপিএমের তরফে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ফলে শ্যামল চক্রবর্তীর দেহ চিরাচরিত প্রথা অনুযায়ী তাঁর বাড়িতে কিংবা দলীয় অফিসে নিয়ে যাওয়া যায়নি। রাজ্য সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সরাসরি লিংক


XS
SM
MD
LG