অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা টিকার তৃতীয় দফার ট্রায়াল শুরু হবে পশ্চিমবঙ্গে আগামী মাসে


আগামী জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের হাতে আসছে কালান্তক করোনা ভাইরাসের মৃত্যুবান ‘কোভ্যাকসিন’। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই করোনা টিকার তৃতীয় দফার ট্রায়াল শুরু হবে। হায়দরাবাদের ‘ভারত বায়োটেক’ ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআরের (ICMR) যৌথ উদ্যোগের ঐ ট্রায়ালের অন্যতম শরিক পশ্চিমবঙ্গও।ঠিক চার মাসের মাথায়, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভ্যাকসিন পাবে পশ্চিমবঙ্গ। তবে পশ্চিমবঙ্গ একা নয়, সঙ্গে উত্তরপ্রদেশ, চেন্নাই, হায়দরাবাদ এবং দিল্লির হাতেও পৌঁছে যাবে এই ভ্যাকসিন। মার্চ মাসের মধ্যে পর্যায়ক্রমে গোটা দেশে পৌঁছে যাবে করোনার প্রতিষেধক। একবার ভ্যাকসিন শরীরে ঢুকলেই করোনার বিরুদ্ধে তৈরি হবে জীবনভর প্রতিরোধ ক্ষমতা এমনটাই দাবি নাইসেডের।দেশের শীর্ষ স্বাস্থ্য সংস্থা আইসিএমআরের প্রথম সারির বিজ্ঞানী তথা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা এন্ড এন্টেরিক ডিজিজ নাইসেডের ডিরেক্টর ডা শান্তা দত্ত বলেছেন, “ভারত বায়োটেক সংস্থার করোনা ভ্যাকসিনের আগস্টের ট্রায়াল সফল। সেপ্টেম্বর মাসে দেশের বাছাই করা পাঁচটি শহরে তৃতীয় দফার ট্রায়াল হবে। সেই ট্রায়ালে অন্যতম অংশীদার পশ্চিমবঙ্গ।” অন্তত এক লক্ষ নাগরিক এই ট্রায়ালে অংশ নেবেন। নাইসেড অধিকর্তার কথায়, “এই ট্রায়াল সফল যে হবে, সে বিষয়ে আশাবাদী সকলে। তার ঠিক চারমাস পর পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকসিন আসবে। শুরু হবে গণটিকাকরণ।”

please wait

No media source currently available

0:00 0:01:33 0:00


XS
SM
MD
LG