অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সংক্রমণের হার আট শতাংশের ওপরে


শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ভারতের গৌহাটিতে কোভিডে মারা যাওয়া স্বামীকে শেষবারের মতো এক ঝলক দেখে নিচ্ছেন প্রতিরক্ষামূলক সরঞ্জাম পরা একজন নারী
শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ভারতের গৌহাটিতে কোভিডে মারা যাওয়া স্বামীকে শেষবারের মতো এক ঝলক দেখে নিচ্ছেন প্রতিরক্ষামূলক সরঞ্জাম পরা একজন নারী

ভারতে নতুন করোনাভাইরাস সংক্রমণ রোজ বেড়ে চলেছে। আজ তা পৌঁছে গিয়েছে সাড়ে ৯৬ হাজারের ওপরে। এর কারণে ৪৫ লক্ষ ছাড়িয়ে গেল ভারতে মোট আক্রান্তের সংখ্যা। সংক্রমণের হারও আট শতাংশের উপরেই রয়েছে। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে।ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৫৫১ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি। ওই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৬ হাজার ৩৫৩ ও ২৭ হাজার ৬৯০ জন। ভারতের সংক্রমণ বৃদ্ধি ওই দুই দেশের তুলনায় প্রায় তিন গুণ হয়ে গিয়েছে। এই ধারা গত প্রায় এক মাস ধরে অব্যাহত।সাড়ে ৯৬ হাজার বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্ত হলেন ৪৫ লক্ষ ৬২ হাজার ৪১৪ জন।

please wait

No media source currently available

0:00 0:01:08 0:00


XS
SM
MD
LG