অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা মোকাবিলায় একের পর এক অনভিপ্রেত রেকর্ড গড়ে চলেছে ভারত


লাগামহীন, উদ্বেগজনক, ভয়ংকর পরিস্থিতি। যদিও ভারতের কেন্দ্রীয় সরকার দাবি করছে, করোনা মোকাবিলায় অন্য অনেক দেশের থেকে আমরা ভাল পরিস্থিতিতে আছি। কিন্তু বাস্তব বলছে, করোনার প্রকোপের সামনে অসহায় ভারত। একের পর এক অনভিপ্রেত রেকর্ড গড়ে চলেছে এই দেশে। গত মঙ্গলবারই দেশে মোট মৃতের সংখ্যা পেরিয়েছে ৮০ হাজার। আজ বুধবার মোট করোনা আক্রান্তের সংখ্যাটা পেরিয়ে গেল ৫০ লক্ষের গণ্ডি। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই উদ্বেগের মাইলফলক ছুঁলো ভারত।

আজ বুধবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯০ হাজার ১২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন যা গতকালের থেকে হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লক্ষ ২০ হাজার ৩৬০ জন।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00


XS
SM
MD
LG