অ্যাকসেসিবিলিটি লিংক

ছয় মাস বন্ধ থাকার পর তাজমহল খুলে দেওয়া হয়েছে


করোনা সংক্রমণের কারণে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর আজ সকাল থেকে আগ্রার তাজমহলের দরজা দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে আর একটি 'বিশ্ব ঐতিহ্য স্থান' আগ্রা কেল্লাও আজ থেকে খুলেছে। গত ১৭ই মার্চ থেকে অতিমারির কারণে তাজমহল বন্ধ ছিল, তবে পুরাতাত্ত্বিক সংরক্ষণ সংস্থা আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া তাজমহলের ভেতরের রক্ষণাবেক্ষণ ঠিকমতন চালিয়ে গিয়েছে। কাজেই ছ'মাস বন্ধ থাকলেও এর যত্নে ছেদ পড়েনি। ঠিক হয়েছে এখন দিনে দু'দফায় সব মিলিয়ে ৫০০০ জনকে ঢুকতে দেওয়া হবে। প্রথম দফা মধ্যাহ্নভোজের আগে, তার পরের দফা মধ্যাহ্নভোজের পরে। সূর্যাস্ত পর্যন্ত দরজা খোলা থাকবে। টিকিটের কাউন্টার খুলবে না, শুধু অনলাইনে টিকিট কেনা যাবে। তাজমহলে ঢোকার টিকিট ভারতীয়দের জন্য ৫০ টাকা করে, আর তাজমহলের ভেতরের সমাধিস্থলে ঢুকতে গেলে টিকিট লাগে আরও ২০০ টাকা করে। আজ যাঁরা গিয়েছিলেন, তাঁদের প্রায় প্রত্যেকে ৫০ টাকার টিকিট কেটে চত্বরে ঢুকে বাইরে থেকে তাজমহলের ছবি তুলেই খুশি ছিলেন। ভেতরে আর ঢুকতে চাননি।

please wait

No media source currently available

0:00 0:01:10 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG