অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে মোট করোনা আক্রান্ত ৫৭ লক্ষ ছাড়াল


ভারতের হায়দরাবাদে করোনার পরীক্ষার জন্য একজন স্বাস্থ্যকর্মী অনুনাসিক নমুনা সংগ্রহ করছেন।
ভারতের হায়দরাবাদে করোনার পরীক্ষার জন্য একজন স্বাস্থ্যকর্মী অনুনাসিক নমুনা সংগ্রহ করছেন।

ভারতে মনোবল ফেরাচ্ছে সুস্থতার হার। প্রায় ৪৬ লক্ষ ৭৪ হাজার জন এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন। বিশ্বে যা প্রথম। মোট সংক্রমণে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকলেও সুস্থতার হার প্রমাণ করছে, অনেকটাই দুর্বল হতে চলেছে করোনা। তবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৮৬ হাজার ৫০৮ জন। যুক্তরাষ্ট্র থেকে প্রায় দ্বিগুণ হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। মোট করোনা আক্রান্ত ছাড়াল ৫৭ লক্ষ।তবে, এ দিন মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেল। দৈনিক মৃত্যু হয়েছে ১,১২৯ জনের।

আহমেদাবাদে শহরের বাইরের থেকে আসা লোকদের স্ক্রিন করার জন্য রেলস্টেশনে স্থাপিত একটি পরীক্ষা বুথের সামনে ভারতীয় যাত্রীরা করোনা পরীক্ষার জন্য সারিবদ্ধ হন
আহমেদাবাদে শহরের বাইরের থেকে আসা লোকদের স্ক্রিন করার জন্য রেলস্টেশনে স্থাপিত একটি পরীক্ষা বুথের সামনে ভারতীয় যাত্রীরা করোনা পরীক্ষার জন্য সারিবদ্ধ হন

গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৫৬ লক্ষ ৪৬ হাজার। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৭ হাজার ৩৭৪ জন মানুষ। সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯ লক্ষ ৬৬ হাজার।তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সাত রাজ্যের সঙ্গে করোনা নিয়ে বৈঠকে জানিয়েছেন, দেশের মাত্র ৬০ জেলা এখন চিন্তার কারণ। তিনি বলেন, 'দেশে সাতশোরও বেশি জেলা রয়েছে। এর মধ্যে ৬০টি জেলা এখন চিন্তার কারণ। ওইসব জেলা সাত রাজ্যের অন্তর্গত।' এনিয়ে ওইসব রাজ্যকে সতর্ক করেন প্রধানমন্ত্রী।

please wait

No media source currently available

0:00 0:01:35 0:00


XS
SM
MD
LG