ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ছাড়িয়ে গেল। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৬১ লাখ ৪৫ হাজার ২৯২ জন।গত ২৪ ঘণ্টায় একদিনে নতুন করে সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৫৮৯ জন।এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৭৭৬ জন। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ হাজার ৩১৮ জন।এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন। অন্যদিকে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫১ লাখ ১ হাজার ৩৯৮ জন। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৮ শে সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭ কোটি ৩১ লাখ ১০ হাজার ৪১টি নমুনা পরীক্ষা হয়েছে বলেই খবর।