অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা মোকাবিলায় ক্রমশ সাফল্যের দিকে ভারত


করোনা মোকাবিলায় ক্রমশ সাফল্যের দিকে এগোচ্ছে ভারত সরকার। প্রথমত দেশের করোনা পরীক্ষার সংখ্যা বেড়েছে রেকর্ড হারে। ইতিমধ্যেই তা পেরিয়েছে ১০ কোটির গণ্ডি। এই মুহূর্তে ভারতে দৈনিক প্রায় ১৫ লক্ষ করোনা পরীক্ষা হচ্ছে। ভারত ছাড়া খুব কম দেশেই এই ব্যাপক হারে করোনা পরীক্ষা হয়েছে। যার ফলে ক্রমশ করোনা পরিস্থিতিও নিয়ন্ত্রণে আসছে। এই মুহূর্তে দেশে সংক্রমিত রোগীর সংখ্যা ৭ লক্ষেরও নিচে। নিয়ন্ত্রণে দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যাও।

আজ শারদ উৎসবের মহাসপ্তমীর সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৪ হাজার ৩৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ১ হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ লক্ষ ৬১ হাজার ৩১২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটা অবশ্য সামান্য কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬৯০ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৭ হাজার ৩০৬ জন।তবে সবচেয়ে বড় স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭৪ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা।

please wait

No media source currently available

0:00 0:01:28 0:00


XS
SM
MD
LG