অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে একদিনে সাড়ে ৩ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত


ভারতে সপ্তাহ তিনেক আগেও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ঘোরাফেরা করছিল ১ লাখের আশেপাশে। অথচ, এই তিন সপ্তাহে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে গেছে যে, আক্রান্তের সংখ্যা বিশ্বরেকর্ড গড়ে পৌঁছে গেল সাড়ে ৩ লাখের বেশি। এই সংখ্যাটা ভারতে তো বটেই গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এর আগে কোনও দেশে একদিনে আক্রান্ত সাড়ে ৩ লাখে পৌঁছায়নি।

অন্যদিকে, কাঁপুনি ধরাচ্ছে মৃতের পরিসংখ্যানও। দেখতে দেখতে সেটাও প্রায় ৩ হাজারের দোরগোড়ায়। আজ সোমবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৪ হাজার বেশি।

আপাতত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১২৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। এই নিয়ে টানা ৫ দিন রেকর্ড গড়ল দেশের মৃত্যু সংখ্যা। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:20 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG