অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে কভিড ১৯ পরিস্থিতির আরও অবনতি


ভারতে কভিড ১৯ এ মৃত্যু এবং সংক্রমণের নতুন রেকর্ডের মধ্যেই আজ একদিকে যেমন লক্ষ লক্ষ ভোটদাতা পশ্চিম বঙ্গের বিধান সভা নির্বাচনের অষ্টম পর্বের ভোট দিয়েছেন, অন্যদিকে টীকা দানের নতুন কর্মসূচি ব্যাহত হচ্ছে। সরকার ১৮ বছর এবং তার ঊর্ধ্ব বয়সী ১৪০ কোটি মানুষকে শনিবার থেকে টীকা গ্রহণের জন্য নিবন্ধিকরণ করতে গিয়ে আজ ব্যর্থ হয়েছে।

অনেকেই সামাজিক মাধ্যমে অভিযোগ করেছেন যে, হয় ওয়েবসাইট নষ্ট হয়ে গেছে নয়ত তাঁরা টীকার সময় নির্ধারণ করতে পারেননি। এই ওয়েবসাইটের সমস্যা এমন এক সময় দেখা দিল যখন স্বাস্থ্য মন্ত্রক জানালো যে ভারতে আজ ৩,৭৯, ২৫৭ জন নতুন করে সংক্রমিত হয়েছেন যার মধ্যে ৩,৬৪৫ জন মারা গেছেন। এই নতুন সংক্রমণ ও মৃত্যুর কারণে জন্স হপকিন্স রিসোর্স সেন্টারের হিসেব অনুযায়ী ভারতে মোট সংক্রমণ সংখ্যা এখন এক কোটি তিরাশি লক্ষ এবং মৃতের সংখ্যা কুড়ি লক্ষ চার হাজার আটশ বত্রিশ জন। সেখানে অক্সিজেনর তীব্র অভাব রয়েছে এবং বিভিন্ন পার্ক এবং গাড়ি-পার্কিং এর স্থানগুলোকে অস্থায়ী শ্মশানে পরিণত করে শব দাহের কাজ করা হচ্ছে। পশ্চিম বঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক নির্বাচনী সমাবেশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর ভারতীয় জনতা পার্টি তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন।

XS
SM
MD
LG