অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে শব্দবাজি নিষিদ্ধ করা নিয়ে বিতর্ক


সুপ্রিম কোর্টের এক ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ১ নভেম্বর পর্যন্ত দিল্লি ও চারপাশের ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন এলাকায় শব্দবাজি বিক্রি বন্ধ থাকবে। লক্ষ্য, আগামী সপ্তাহে দেওয়ালি উপলক্ষ্য যাতে যথেচ্ছ শব্দবাজি বিক্রি হয়ে শব্দদূষণ হতে না পারে। তবে, বাজির পুরনো মজুত ব্যবহৃত হতে বাধা নেই। কাজেই রাজধানীতে এ বারের দেওয়ালি শব্দহীন হবে না, তবে বাজি কম ফাটবে। এই নির্দেশ নিয়ে বাজি বিক্রেতারা ক্ষুব্ধ, সেটা স্বাভাবিক। কিন্তু বহু হিন্দুত্ববাদী সংগঠন ও নেতা অভিযোগ করছেন, এই নির্দেশ হিন্দু বিরোধী। শীর্ষ আদালতের ঐ বেঞ্চের মুখ্য বিচারপতি এ কে সিক্রি তা শুনে বলেছেন, এটা অন্যায় অভিযোগ। ধর্মীয় বিবেচনা নয়, পরিবেশ রক্ষা করাই এই নির্দেশের লক্ষ্য। আর, কেবল পরীক্ষামূলক ভাবে এ বছরের জন্যই নির্দেশ। দেখা যাক, বাজি কম পুড়লে দূষণ কতটা কমে, দেখাই যাক না।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG