গতকাল শনিবার সন্ধেবেলা শ্রীনগরের পন্থ চকে সিআরপিএফ বাহিনীর ওপর হামলা চালানো জঙ্গি দলটি এইমুহূর্তে লুকিয়ে রয়েছে শ্রীনগরের দিল্লি পাবলিক স্কুলের ভেতর। গোপন সূত্রে খবর পেয়ে পুরো স্কুলটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্রে খবর, স্কুলের ভেতর থেকে জঙ্গিদের বের করতে শনিবার ভোররাত তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে চলছে গুলির লড়াই।গতকাল বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিট নাগাদ শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের কাছে সিআরপিএফ-এর ২৯ নম্বর ব্যাটেলিয়নের ওপর হামলা চালায় জঙ্গিদের একটি দল। হামলার পরই শ্রীনগরের ডিপিএসের এই বিল্ডিংটির ভেতর ঢুকে পড়ে জঙ্গিরা। তবে সেই সময় স্কুলের কর্মী ও পড়ুয়ার কেউ স্কুলের মধ্যে ছিল না।
গতকালের হামলায় এক সাব-ইন্সপেক্টর সহ দুই জওয়ানের মৃত্যু হয়। ব্যস্ত এলাকায় হামলা চালিয়েই ডিপিএস শ্রীনগরের ভেতর ঢুকে লুকিয়ে পড়ে জঙ্গি দলটি। বিশাল ক্যাম্পাস বিশিষ্ট এই স্কুলে মোট চারশোটি ঘর রয়েছে। এছাড়া স্কুলের ভেতর আরও অনেক জায়গা রয়েছে, সেখানেও লুকিয়ে থাকতে পারে জঙ্গিরা।আপাতত পুরো এলাকা ঘিরে ফেলে ড্রোন ক্যামেরা ও উচ্চক্ষমতা সম্পন্ন গেজেট দিয়ে জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি অভিযানে নেমেছে নিরাপত্তাবাহিন সিআরপিএফ জওয়ানদের ওপর শনিবারের হামলার পর শ্রীনগরের দিল্লি পাবলিক স্কুলে ঢুকে লুকিয়ে পড়ে জঙ্গি দলটি। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। শনিবার ভোর রাত তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে জঙ্রাপত্তাবাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী দুপক্ষের মধ্যে এখনও গুলির লড়াই চলছে। ঘটনায় দুই সেনা জওয়ান আহত।জম্মু-কাশ্মীরের ডিজিপি এস.পি বেদ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে স্কুলের কর্মী ও অন্যান্য লোকেদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।যেহেতু বিশাল এলাকা জুড়ে রয়েছে স্কুলটি এবং সেখানে প্রায় ৪০টি ঘর রয়েছে, তাই যেকোনও জায়গায় জঙ্গিদের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে জঙ্গিদের খুঁজের বের করতে প্রতিটি ঘরে তল্লাশি অভিযান চালাবে সেনা জওয়ানরা, জানিয়েছেন ডিজিপি। আপাতত পুরো এলাকা ঘিরে ফেলে ড্রোন ক্যামেরা ও উচ্চক্ষমতা সম্পন্ন গেজেট দিয়ে তল্লাশি অভিযানে চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।