অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে এটিএম-এ নোট ঘাটতির সমস্যা, সমাধানের প্রচেষ্টা


India Currency Notes Scrapped
India Currency Notes Scrapped

ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান, অবিনাশ কুমার বৃহস্পতিবার জানান, শনিবারের মধ্যেই এটিএম-এ নোট ঘাটতির সমস্যা মিটে যেতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক আগামী ১ মাসের মধ্যে ৭০ হাজার কোটি টাকার বাড়তি নতুন নোট ছাপার বরাত দিয়েছে। এর ফলে শীগগীরি আর নোট ঘাটতির সমস্যা মাথা চাড়া দেবে না। সমস্যার কারণ কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। তবে কর্নাটকে আসন্ন নির্বাচনের জন্য নগদ টাকার দরকার একটা বড় কারণ। নির্বাচন ছাড়াও অন্যন্য কারণে বিভিন্ন মানুষ বড় অঙ্কের নোট পছন্দ করেন। এত লোক টাকা জমিয়ে রাখতে থাকায় বাজারে নগদের অভাব। আরেকটি কারণ, অর্থনীতি চাঙ্গা হতে থাকায় ব্যবসায় নোটের চাহিদাও বেড়েছে।

বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG