ভারতের দক্ষিনাঞ্চলবর্তী উপকূল এলাকায় সামুদ্রিক যে ঘূর্নী আঘাত হেনেছে তাতে মৃতের সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে ৩৩ ।ঘূর্ণির আঘাতে বাড়িঘর- রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে হাজার হাজার লোককে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিতে হয়েছে উপায়ন্তর না দেখে ।এমনটিই জানিযেছেন সরকারী কর্মকর্তারা গতকাল শনিবারদিন ।
ত্রাণ কর্মিরা শুক্রবার ১৩টি মৃতদেহের সন্ধান পান – শনিবার পান আরো ২০টি মৃতদেহ । বেশিরভাগ মৃত্যুই ঘটেছে বন্যার তোড়ে- বাড়িঘর ভেঙ্গে পড়ে এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে । ঘূর্নীর আঘাতে ৩০ হাজারের মতো বৈদ্যুতিক খাম্বা উৎপাটিত হয়েছে- গাছপালা উৎপাটিত হয়েছে এক লক্ষের মতো । প্রায় ৮২ হাজার লোকের কাছে পানীয় জল –খাদ্য সামগ্রী ও প্যারমেডিক্স চিকিৎসা সুবিধে পৌঁছিয়েছে রাজ্য সরকার কতৃপক্ষ। ঐ লোকজন এখন আশ্রয় নিয়ে রয়েছেন রাজ্য সরকার চালিত আশ্রয় শিবিরগুলোয়।
গজা নামের ঐ ঘুর্নী আঘাত হানে তামিল নাড়ু রাজ্যের ৬টি এলাকায় শুক্রবারদিন । ঘন্টায় ৫৫ কিলোমিটার গতিবেগের ঐ ঝড়ের সঙ্গে বৃষ্টিও ঝরেছে অজস্র ধারায় ।