অ্যাকসেসিবিলিটি লিংক

সামুদ্রিক ঘূর্নী গজার আঘাতে মৃতের সংখ্যা ৩৩


The aftermath of Cyclone Gaja is seen in Tamil Nadu, India, Nov. 16, 2018, in this picture obtained from social media.
The aftermath of Cyclone Gaja is seen in Tamil Nadu, India, Nov. 16, 2018, in this picture obtained from social media.

ভারতের দক্ষিনাঞ্চলবর্তী উপকূল এলাকায় সামুদ্রিক যে ঘূর্নী আঘাত হেনেছে তাতে মৃতের সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে ৩৩ ।ঘূর্ণির আঘাতে বাড়িঘর- রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে হাজার হাজার লোককে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিতে হয়েছে উপায়ন্তর না দেখে ।এমনটিই জানিযেছেন সরকারী কর্মকর্তারা গতকাল শনিবারদিন ।

ত্রাণ কর্মিরা শুক্রবার ১৩টি মৃতদেহের সন্ধান পান – শনিবার পান আরো ২০টি মৃতদেহ । বেশিরভাগ মৃত্যুই ঘটেছে বন্যার তোড়ে- বাড়িঘর ভেঙ্গে পড়ে এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে । ঘূর্নীর আঘাতে ৩০ হাজারের মতো বৈদ্যুতিক খাম্বা উৎপাটিত হয়েছে- গাছপালা উৎপাটিত হয়েছে এক লক্ষের মতো । প্রায় ৮২ হাজার লোকের কাছে পানীয় জল –খাদ্য সামগ্রী ও প্যারমেডিক্স চিকিৎসা সুবিধে পৌঁছিয়েছে রাজ্য সরকার কতৃপক্ষ। ঐ লোকজন এখন আশ্রয় নিয়ে রয়েছেন রাজ্য সরকার চালিত আশ্রয় শিবিরগুলোয়।

গজা নামের ঐ ঘুর্নী আঘাত হানে তামিল নাড়ু রাজ্যের ৬টি এলাকায় শুক্রবারদিন । ঘন্টায় ৫৫ কিলোমিটার গতিবেগের ঐ ঝড়ের সঙ্গে বৃষ্টিও ঝরেছে অজস্র ধারায় ।

XS
SM
MD
LG