অ্যাকসেসিবিলিটি লিংক

নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হতে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে শি জিনপিং


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ দক্ষিণ ভারতের চেন্নাইয়ে এসে পৌঁছোন।

মোদী বিমানবন্দরে নামেন বেলা সাড়ে ১১টায়। সেখান থেকে ৫০ কিলোমিটার দূরে তামিলনাড়ুর সমুদ্র সৈকতে মন্দিরময় মহাবলীপুরমে বিশেষ অতিথিকে স্বাগত জানাতে তিনি চলে যান হেলিকপ্টারে করে। তার ঘন্টাখানেক পরে বেজিং থেকে বিশেষ বিমানে আসেন প্রেসিডেন্ট শি। চেন্নাইয়ে মধ্যাহ্ন ভোজ সেরে গাড়িতে করে সুন্দর নিসর্গ দৃশ্য দেখতে দেখতে যান ইউনেসকো হেরিটেজ সাইট মহাবলীপুরমে। দুই নেতা একসঙ্গে কয়েকটি দ্রষ্টব্য স্থান ঘুরে দেখেন। তারপর মোদী শি জিনপিংকে নিয়ে যান মহাবলীপুরমের বিখ্যাত সৈকত মন্দিরে। সেখানেই এখন দু'জনের মধ্যে প্রথম দফার শীর্ষ বৈঠক চলছে। একান্ত এই আলোচনার জন্য আগে থেকে কোনও বিষয় ঠিক করা হয়নি। তবে দুই দেশের বাণিজ্য, প্রতিরক্ষা ও সীমান্ত প্রসঙ্গে ওঁদের কথা হবে ধরে নেওয়া যায়। যেমন ধরে নেওয়া যায় যে কাশ্মীর নিয়ে কথা হবে না। ওইখানেই চিনের সম্মানিত অতিথিকে প্রধানমন্ত্রী মোদী নৈশভোজে আপ্যায়িত করবেন। কাল শনিবার ওঁরা আবার আলোচনায় বসবেন। প্রেসিডেন্ট শিয়ের সঙ্গে চিনের বিশাল প্রতিনিধি দল এসেছে। তাঁরা ভারতের প্রতিনিধিদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসবেন।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00


XS
SM
MD
LG