অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা ভাইরাসের মোকাবিলায় পশ্চিমবঙ্গে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন, করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্যে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী নবান্নে তাঁর প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে করোনা মোকাবিলায় রাজ্যে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এখনও পশ্চিমবঙ্গে একজনও করোনায় আক্রান্ত হননি। কাজেই এই মুহূর্তে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে কোনও ভাবে কারও সংক্রমণ হলে রাজ্যের দশটি হাসপাতালে আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে, সেখানে অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। এ ব্যাপারে জুনিয়র ডাক্তার ও নার্সদের ট্রেনিং দেওয়া হয়েছে, দরকারি ওষুধপত্রও মজুত আছে।

মমতা বলেন, জ্বর বা সর্দি কাশি হলেই তা করোনা নয়। সে রকম হলে কয়েক দিন ঘরে বিশ্রাম নিয়ে দেখুন। নিজেকে পরিস্কার রাখা দরকার। একটু সাবধানে থাকতে হবে, ঘোরাফেরার সময় মুখে কাপড় চাপা দিলেও কাজ হয়। কোথাও কোথাও মাস্ক পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও দাম বেশি চাইছে শুনে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, তেমন হলে সরকার সব মাস্ক বাজেয়াপ্ত করে নিজেরা বিলি করবে।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00


XS
SM
MD
LG