অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের নাগরিকত্ব সংশোধন আইন বিরোধী বিক্ষোভের আঁচ এবার পশ্চিমবঙ্গে এসে পড়েছে


রাজ্যের বামদলগুলি গতকাল নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদে মিছিলে মিছিলে কলকাতা অচল করে দিয়েছিল। আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর ডাক দেওয়া মাত্র চতুর্দিকে বিক্ষোভ দেখানো শুরু হয়ে যায়। জনতা রাস্তায় ও রেল লাইনে অবরোধ করে। লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেনগুলো স্টেশনে আটকে থাকে, বিক্ষোভকারীরা সেগুলোর দিকে ইঁট ছোঁড়ে। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। গাড়ি ভাঙচুর করা হয়।

পার্ক সার্কাস সাত মাথার মোড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের হাজার হাজার লোক জমা হন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ আড়াই ঘন্টা ধরে কলকাতার ব্যস্ত ওই মোড়টি অবরুদ্ধ হয়ে থাকে। ওদিকে মেঘালয়ের শিলঙে আজ বিক্ষোভ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। বাঙালিদের ওপর আক্রমণ চালানো হয়েছে, শহরের কেন্দ্রে পুলিশ বাজারে সব দোকানপাট বন্ধ। কার্ফু চলছে।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00


XS
SM
MD
LG