অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত সরকার দেশের প্রথম ওষুধ কোম্পানী বিক্রি করছে


India
India

বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় ১৯১০ সালে স্থাপন করেছিলেন ভারতের প্রথম ওষুধ কোম্পানী, বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল। সংস্থাটি জাতীয়করণ হয় ১৯৮১ সালে। টানা ৬৩ বছর লোকসানে চলবার পরে সংস্থা যখন গত বছর প্রথম লাভের মুখ দেখে, তখনই যে কেন্দ্র এটিকে বেসরকারি লগ্নিকারীর কাছে বিক্রির সিদ্ধান্ত নিল, এতে ক্ষুব্ধ সংস্থা কর্তৃপক্ষ। সরকারের লক্ষ্য, বেঙ্গল কেমিক্যালস ও আরও অন্যান্য সংস্থাকে বিক্রি করে কোষাগারে অর্থের সংস্থান। কারখানার লাগোয়া অনেক জমিই লগ্নিকারীদের আসল আকর্ষণ বলে কর্তৃপক্ষের ধারণা। বিদায়ী কর্মীদের পাওনাগণ্ডা মেটাতেও ঐ টাকা কাজে আসবে।
এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG