অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের উত্তরপূর্বাঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯জন প্রাণ হারায়, বাংলাদেশে ভূকম্পন


India
India

সোমবার ভোররাতে ভারতের উত্তর পুর্বাঞ্চলে প্রত্যন্ত এলাকায় প্রচন্ড ভূমিকম্প হয়। বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সীমান্তের কাছে হওয়া, ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে, অন্তত ৯জন প্রাণ হারায় এবং আহত হয বহু লোক।

বহু ভবনের ক্ষতি হয় বলেখবরে প্রকাশ।

অসম রাজ্যের গুয়াহাটিতে বাসিন্দারা রাস্তায় নেমে যায় যখন বাড়িঘর দুলতে থাকে ও তাক থেকে বই ও জিনিষপত্র পড়ে যায়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইমফাল শহরের ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে, ৫৫ কিলোমিটার গভীরে। বাংলাদেশ সহ, ৬ শো কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের কলকাতায় এবং ১১৭৫ কিলোমিটার দক্ষিণে মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গনেও ভূমিকম্প অনুভূত হয়।

XS
SM
MD
LG