অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের গাড়ি ও আবাসন শিল্পে ধ্বস


ভারতে নোট বাতিলের জেরে প্রবল মন্দায় ধরাশায়ী গাড়ি ও আবাসন শিল্প। সোসাইটি অফ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স জানাচ্ছে, গত ১৬ বছরের মধ্যে কোনও এক মাসে সবচেয়ে কম গাড়ি বিক্রি হয়েছে ২০১৬-র ডিসেম্বরে। বিক্রি পড়েছে চার চাকা ও দু চাকা, উভয় ক্ষেত্রেই। কমে গিয়েছে উৎপাদনও।

ভারতের স্কুটার ও মোটরবাইকের মোট বিক্রির অর্ধেক হয় গ্রামীণ এলাকায়। নোট বাতিলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামই।

অন্যদিকে, আবাসন শিল্পও একই রকম মন্দায় কাবু। পড়েছে বাড়ি-ফ্ল্যাটের বিক্রি। খুব কমে গিয়েছে নতুন আবাসন প্রকল্পের শুরুও। নোট বাতিলের জেরে দেশের অর্থনীতির ওপর ধাক্কা যে কোথায় গিয়ে পৌঁছবে, এখনও বলা যাচ্ছে না। কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG