ভারতে নোট বাতিলের জেরে প্রবল মন্দায় ধরাশায়ী গাড়ি ও আবাসন শিল্প। সোসাইটি অফ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স জানাচ্ছে, গত ১৬ বছরের মধ্যে কোনও এক মাসে সবচেয়ে কম গাড়ি বিক্রি হয়েছে ২০১৬-র ডিসেম্বরে। বিক্রি পড়েছে চার চাকা ও দু চাকা, উভয় ক্ষেত্রেই। কমে গিয়েছে উৎপাদনও।
ভারতের স্কুটার ও মোটরবাইকের মোট বিক্রির অর্ধেক হয় গ্রামীণ এলাকায়। নোট বাতিলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামই।
অন্যদিকে, আবাসন শিল্পও একই রকম মন্দায় কাবু। পড়েছে বাড়ি-ফ্ল্যাটের বিক্রি। খুব কমে গিয়েছে নতুন আবাসন প্রকল্পের শুরুও। নোট বাতিলের জেরে দেশের অর্থনীতির ওপর ধাক্কা যে কোথায় গিয়ে পৌঁছবে, এখনও বলা যাচ্ছে না। কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।