ভারতের শেয়ার বাজারে প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে শেয়ার সূচক, সেনসেক্স এবং নিফটি। বুধবার দিনের শেষে স্টক এক্সচেঞ্জ বন্ধ হবার সময় শেয়ার সূচক সেনসেক্স পৌঁছে যায় ৩৫,০৮৭ পয়েন্টে। অপর শেয়ার সূচক নিফটি পৌঁছায় ১০,৭৮৮ পয়েন্টে। দুই সংখ্যাই রেকর্ড। অর্থাৎ শেয়ারের দাম অস্বাভাবিক হারে বেড়ে চলেছে।
ভারতের অর্থনীতি এখন সুস্থ ও নিকট ভবিষ্যতে দুর্ভাবনা নেই, এমনই বিশ্বাস রয়েছে লগ্নিকারীদের মনে, এই চড়া বাজার সেই আস্থারই প্রতিফলন। তবে বিশেষজ্ঞদের মতে, এত বাজার চড়বার ন্যায্য কারণ নেই। কাজেই শীগগীরি বাজার পড়বার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তখন এক ধাক্কায় অনেকটা নেমে যেতে পারে শেয়ার সূচক। যাঁরা চড়া বাজারেও শেয়ার কিনছেন, তাঁদের কিন্তু তখন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।