ভারতে ১৮ এপ্রিল ১২টি রাজ্য এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলের ৯৬টি কেন্দ্রে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি সহ বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে যান্ত্রিক ত্রুটির অভিযোগও উঠেছে। এসব বিষয় নিয়ে কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহীদুল ইসলাম।