ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফায় গোটা দেশের সাথে পশ্চিমবঙ্গেও ভোট পরিচালনার ক্ষেত্রে আরো কঠোর হয়েছে নির্বাচন কমিশন।
আগামীকাল উনিশে মে রবিবার শেষদফায় রাজ্যের ৯টি লোকসভা আসনের ভোটগ্রহণে সব বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। থাকছে ক্যুইক রেসপন্স টিম।
মোট ১৭,০৫৮ বুথে মোতায়েন করা হচ্ছে ৭১০ কোম্পানি বাহিনী। ভোটদান অবাধ করতে রাখা হচ্ছে ৪৬১ ক্যুইক রেসপন্স টিম। কোন ঘটনা ঘটার ৫-৭ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবে ঐ টিম।
সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যেই কাজ করবে এই বাহিনী। পথ চেনাবার জন্য প্রতিটি টিমে থাকবেন একজন কনস্টেবল। থাকছে কলকাতা পুলিশের ১৭৮ নিজস্ব ক্যুইক রেসপন্স টিম ও ফ্লাইং স্কোয়াড।
নিরাপত্তার কথা মাথায় রেখে ইতোমধ্যেই কলকাতার বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে। তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন গেস্ট হাউসে। ইতোমধ্যে আজ ভারতীয় সময় বিকেল পাঁচটার পর থেকেই শহরে ঢোকায় কড়াকড়ি করা হয়েছে বলে জানা গেছে।