অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন নিয়ে চলেছে নানান রাজনৈতিক নাটক


ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। আর ঐ নির্বাচনকে কেন্দ্র করেই ঘটে চলেছে নানান রাজনৈতিক নাটক।

দুর্বল কংগ্রেস দল ভেঙে এক শীর্ষ নেত্রী রীতা সিং বহুগুনা সদ্য যোগ দিলেন বিজেপি'তে। ২০১৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি'র ফল ছিল চমকপ্রদ। বিভিন্ন দলের অভিযোগ, তারই পুনরাবৃত্তির আশায় সাম্প্রদায়িক রাজনীতি করছে বিজেপি।

অন্যদিকে, ক্ষমতাসীন সমাজবাদী পার্টির মধ্যে পারিবারিক অন্তর্দ্বন্দ্বের পরিণামে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও তাঁর বাবা তথা দলের প্রধান মুলায়ম সিং যাদব, এখন দুই গোষ্ঠীতে বিভক্ত। জটিলতা বেড়েছে, মুলায়মের প্রয়াত প্রথম স্ত্রীর পুত্র অখিলেশের বিরুদ্ধে চলে গিয়েছেন বর্তমান স্ত্রী। অভিযোগ, মুলায়ম তাঁকেই সমর্থন করছেন।

কংগ্রেস ভাবছে, দল সত্যি ভাঙলে ঘোলা জলে মাছ ধরবার সুযোগ আসতে পারে। একই কথা ভাবছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তাঁর আশা, সমাজবাদী দল ভাঙলে রাজ্যের সংখ্যালঘু ভোট ঢুকবে তাঁর দলের ঝুলিতে। সব মিলিয়ে উত্তর প্রদেশের প্রাক-নির্বাচনী পরিস্থিতি এমনই যে, নির্বাচনের ফলাফল অনুমান করা খুব কঠিন। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:01:08 0:00

XS
SM
MD
LG