অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে উপ-নির্বাচনের ১৫ কেন্দ্রে বিজেপির ভরাডুবি


ভারত জুড়ে ৪টি লোকসভা ১১টি বিধান সভা কেন্দ্রে উপ-নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, বিজেপি ১টি মাত্র লোকসভা ও ১টি মাত্র বিধানসভা আসনে জয়ী হয়েছে। বাকী ১৩টি আসনে জিতেছে বিরোধীদের জোট।

২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির জয় হয়েছিল এক-তৃতীয়াংশেরও কম ভোট পেয়ে। পাটিগণিতের অঙ্ক, বিরোধিরা জোট বাঁধলে বিজেপিকে হারানো অসম্ভব নয়। সেই তত্ত্বেরই পরীক্ষা হয়ে গেল সারা দেশে ৪ লোকসভা আর ১১ বিধানসভার নির্বাচনে। এ বার চাঙ্গা বিরোধীরা ভাবছেন, এই ফর্মুলা ধরে রাখলে, ২০১৯-এ লোকসভা ভোটে বিজেপিকে হারানো কঠিন হবে না। উদ্বিগ্ন বিজেপি নেতারা অবশ্য বলছেন, বিভিন্ন স্থানীয় কারণে এই ফল। বিজেপির যে গুটিকয় সঙ্গী রয়েছে, এ বার তারা বিজেপির কাছে খাতির পাবে, কেউ কেউ হয়তো বিজেপি সঙ্গ ছাড়বেন। মনে হচ্ছে, দেশের রাজনীতি আরেকটি সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:15 0:00

XS
SM
MD
LG