রাহুল গান্ধী দীর্ঘ দিন ধরে বলে আসছেন যে, ভারতীয় বায়ুসেনার জন্য ফরাসি যুদ্ধবিমান রাফাল কেনা ও দেশে তা তৈরির ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ঘনিষ্ঠ শিল্পপতি অনিল আম্বানীকে অন্যায় ভাবে সুবিধা পাইয়ে দিয়েছেন।
ইদানিং ভোটের প্রচারে মোদী যেহেতু নিজেকে দেশের চৌকিদার বলে আসছেন, রাহুলও ধ্বণি তুলেছেন, "চৌকিদার চোর হ্যায়"। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাফাল সংক্রান্ত একটি আবেদন গ্রহণ করায় উৎসাহের আতিশয্যে রাহুল বলে ফেলেন আমি এতদিন যা বলছিলাম, দেশের সর্বোচ্চ আদালতও তা মেনে নিয়েছে।
নিজের কথা বিচারপতিদের মুখে বসিয়ে দেওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতি রাহুলের কাছে এর কৈফিয়ত চান। আজ দিনের শুরুতেই রাহুল সুপ্রিম কোর্টের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, ভোটের প্রচারের সময় ঝোঁকের মাথায় তিনি ওই কথা বলে ফেলেন, যদিও বিচারপতিরা তা বলেননি। এর ফলে আদালত অবমাননার দায় থেকে আপাতত রাহুল বেঁচে গেলেন।
দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা