অ্যাকসেসিবিলিটি লিংক

বিজেপি নেতাদের নির্বাচনী প্রচারে হিন্দুত্ববাদী হুমকি জোরালো হচ্ছে


ভারতের রাজধানী দিল্লির ভোটের দিন যত এগিয়ে আসছে, বিজেপি নেতাদের নির্বাচনী প্রচারে হিন্দুত্ববাদী হুমকি ততই জোরালো হয়ে উঠছে।

গত বারের দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে আম জনতা পার্টি বা আপ জিতেছিল ৬৭ আসনে, আর বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। এবার ছবিটাকে উল্টে দিতে বিজেপি হিন্দুত্ববাদের ভরসায় এগোচ্ছে। কিছুদিন ধরে দিল্লিতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আর শাহিনবাগে সিএএ-র বিরোধিতায় যে শান্তিপূর্ণ অবস্থান চলছে, বিজেপির আক্রমণের মূল লক্ষ্য এখন তারাই। দিন কয়েক আগে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন গোলি মারো গদ্দারকো, আর বিজেপি সাংসদ প্রবেশ ভার্মা বলেছিলেন আপ যদি আবার ক্ষমতায় আসে, শাহিনবাগের বিক্ষোভকারীরা আপনাদের বাড়ি বাড়ি ঢুকে ধর্ষণ আর খুন করবে। এর পরেই পর পর দু'জন দু'জায়গায় গুলি চালায়। তার পরেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিল্লিতে গিয়ে বলেছেন, আমরা দেশ বিরোধীদের গুলি করি, আপ ওদের বিরিয়ানি খাওয়ায়। আজকেও আর এক কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেছেন, আপ নেতা অরবিন্দ কেজরীওয়াল সন্ত্রাসবাদী। দিল্লিতে যেখানে গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেখানকার ডেপুটি পুলিশ কমিশনারকে ভারতের নির্বাচন কমিশন গতকালই বদলি করে দিয়েছে। কিন্তু বিজেপি নেতাদের কিছুই বলেনি।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

XS
SM
MD
LG