অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো।


মহারাষ্ট্র ও হরিয়ানা, দুটি রাজ্যেই এখন ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। মহারাষ্ট্রে বিজেপির জোট সঙ্গী শিবসেনার সঙ্গে বিগত পাঁচ বছরের সম্পর্ক মোটেও ভালো ভাবে কাটেনি। বস্তুত একসময় জোট ভেঙে যাওয়ার উপক্রমও হয়েছিল। শেষ পর্যন্ত যে ভাঙেনি তার কারণ দুই দলই বোঝে যে ক্ষমতায় থাকতে হলে একসঙ্গে থাকা ছাড়া উপায় নেই। এবারও জোট জিতলে বিজেপি সভাপতি অমিত শাহ্ শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরেকে উপ মুখ্যমন্ত্রীর পদ দেবেন বলেছেন।

ওদিকে, হরিয়ানাতেও বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জিতবেন বলে আশাবাদী। বুথ ফেরৎ ভোট সমীক্ষায় দেখা যাচ্ছে মহারাষ্ট্র ও হরিয়ানা বিজেপি-র দখলেই থাকবে এবং আরও বেশি ভোটে জিতে তারা আবার ক্ষমতায় আসবে। এর বড় কারণ প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের ছন্নছাড়া অবস্থা। তবু সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব কোনও ঝুঁকি নিতে চায়নি। বিরোধীদের অভিযোগ অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা না করে আজ ভোট, ঠিক তার আগের দিন পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালানোর উদ্দেশ্য ভোটারদের মধ্যে দেশভক্তি উশকে দেওয়া।

XS
SM
MD
LG