অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসের ঘটনায় ইউরোপে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন কলকাতার ভ্রমণার্থীরা


গত কয়েক মাসে ফ্রান্স আর বেলজিয়ামে একের পর এক সন্ত্রাসের ঘটনা, তুরস্কে বিদ্রোহ- পরপর এত ঘটনার দমকা হাওয়ায় কলকাতার ভ্রমণার্থীরা পূজার ছুটিতে গোটা ইউরোপে বেড়াতে যাওয়ার পরিকল্পনাই বাতিল করে দিচ্ছেন।

ট্র্যাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় চেয়ারম্যান অনিল পাঞ্জাবীর মতে, সাধারণ মানুষ সাধারণত বেশি দিন সন্ত্রাসের কথা মনে না রাখলেও ইউরোপে তো গত কয়েক মাস ধরে বারংবার কিছু না কিছু ঘটেই চলেছে। গত নভেম্বরে প্যারিসে প্রথম জঙ্গী আক্রমণ ঘটল। এ বছরের মার্চে ব্রাসেলস-এ বিমানবন্দরে আক্রমণ। এখন নিস শহরের ভয়ঙ্কর ঘটনা। মানুষ ভুলবে কেমন করে?

গত কয়েক বছর ধরে তুরস্ক জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠেছিল। কিন্তু সেখানেও বিদ্রোহ। এত কিছু ঘটতে থাকায় সমগ্র ইউরোপ সম্পর্কেই মানুষের আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। নতুন করে তো কেউ ইউরোপে যাওয়ার কথা ভাবছেনই না, এমনকি যাঁরা বুকিং করেছিলেন, তাঁরাও একে একে ইউরোপ বেড়ানোর প্ল্যান বাতিল করছেন। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG