অ্যাকসেসিবিলিটি লিংক

ভুবনেশ্বরের এক হাসপাতালে ভয়াবহ আগুনে মৃত্যু হল ২২ জনের


ভারতের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা রাজ্যের রাজধানী শহর ভুবনেশ্বরের এক হাসপাতালে ভয়াবহ আগুনে মৃত্যু হল ২২ জনের। অগ্নিদগ্ধ বহু। এখনও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা।

শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। পুলিশ সূত্রে খবর, ভুবনেশ্বরের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড সাম হসপিটালের আইসিইউ-তে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ডায়ালিসিস এবং মেডিসিন ওয়ার্ডে। মৃত্যু হয় ২২ জনের। ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। পুলিশ ও দমকল বাহিনী একসঙ্গে উদ্ধারকাজ শুরু করে। হাসপাতালের কর্মীরা এবং আশেপাশের লোকজন উদ্ধারকাজে সহযোগিতা করেছে।

দমকলের আধিকারিক সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে। সমস্ত রোগীকে বের করে আনা হয়েছে। প্রায় ৫০০ জন রোগী আগুনে আটকে পড়েছিলেন বলে জানা গিয়েছে। মুমূর্ষু রোগীদের অ্যাম্বুলেন্সে দ্রুত অন্যত্র পাঠানোর ব্যবস্থা করা হয়। এতজন মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। টুইটারে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG