মহারাষ্ট্রের নাগপুরের কাছে ওয়ার্ধার পুলগাঁও-তে কেন্দ্রীয় সেনা অস্ত্রাগারে ভয়াবহ আগ্নিকান্ডে সতেরো জন সেনাকর্মীর মৃত্যু হয়েছে এর মধ্যে দু জন সেনা আধিকারিকও রয়েছেন। উনিশ জন আহত হয়েছেন।তাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। গত কাল রাত দেড়টা নাগাদ পুলগাঁও এরকেন্দ্রীয় সেনা অস্ত্রগারে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে।আগুন লাগার কারন এখনো জানা যায় নি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকএই দুর্ঘটনার বিস্তারিত রির্পোট চেয়ে পাঠিয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর আজ দুপুরেই ঘটনা স্থল পরিদর্শনে যান।মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।ঘটনার পরেই মজুত রাখা গোলাবারুদে বিস্ফোরণের আশঙ্কায় খালি করে দেওয়া হয় আশপাশের ছয় সাতটি গ্রাম। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় বাসিন্দাদের।উদ্ধার কার্যে সেনা হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এই অগ্নিকান্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং নিহত সেনা জওয়ানদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন একই সাথে আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ।সেই সংগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্য জনক ঘটনা বলে মন্তব্য করেছেন।
কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।