অ্যাকসেসিবিলিটি লিংক

মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ম়ত্যু হল প্রায়  একশো  ন জনের


কোল্লাম, ১০ এপ্রিল: রবিবার সকালে কেরলের কোল্লামে অবস্থিত পুট্টিনগাল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ম়ত্যু হল প্রায় একশো ন জনের মতো। ঘটনায় জখম হয়েছেন আরও ৩৫০ জন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিত্সাধীন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এদিন ভোর সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ওই মন্দিরে একটি উত্সবের আয়োজন করা হয়েছিল। বাজি পোড়ানো ছিল ওই উৎসবের একটি অঙ্গ। তা দেখতে ওই মন্দিরে প্রায় ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাজিগুলি মন্দিরের একটি বাড়িতেই রাখা ছিল। কিন্তু কোনও ভাবে সেই বাজির স্তুপে আচমকাই আগুন লেগে যায়। মন্দির চত্ত্বরে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন। তবে আগুন ততক্ষণে ভয়াবহ রূপ ধারণ করে। মন্দির চত্বরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের। হুড়োহুড়ির ফলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় আরও বেশ কয়েকজনের। পুলিশের ধারণা, ওই মন্দিরের ভেতর এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল আধিকারিক ও সে রাজ্যের পুলিশ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডি ঘটনাস্থলে যাচ্ছেন। মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনেও যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসকের বিশেষজ্ঞ দল। দুর্ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কর্নাটকও। আহতদের জন্য রক্ত ও অন্যান্য জরুরী ওষুধ নিয়ে সে রাজ্য থেকে কেরল রওনা দিয়েছে এক বিশেষ দল। মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধী।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:49 0:00

Sent from Yahoo Mail on Android

XS
SM
MD
LG