গত কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টিতেই ভাসছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসম। বন্যায় প্লাবিত অসমের ২০টি জেলা। বন্যার কারণে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ২০ জন। অন্যদিকে ধসের কারণে মৃত্যু হয়েছে আরও ২৩ জনের। লাগাতার ভারী বর্ষণে ফুঁসছে ব্রহ্মপুত্র নদ। অসমের অনেক এলাকাতেই ব্রহ্মপুত্র নদের জল বইছে বিপদসীমার উপর দিয়ে। ফলে সর্বত্রই বন্যার আশঙ্কায় গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। বন্যার জলের তলায় চলে গিয়েছে কয়েক হাজার হেক্টর চাষের জমি। নিখোঁজ বহু গৃহপালিত পশুও।
অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বন্যায় রাজ্যের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধেমাজি, লক্ষ্মীপুর, বিশ্বনাথ, উদালগুড়ি, দারাং, লনবাড়ি, বরপেটা, কোকরাঝাড়, ধুবড়ি, নগাঁও, গোলাঘাট, জোরহাট, মাজুলি, শিবাসাগর, ডিব্রুগড়, বনগাইগাঁও, দক্ষিণ সালমারা, গোলপারা, কামরূপ, মরিগাঁও, হজাই, পশ্চিম করবি আংলং ও তিনসুকিয়া।সংশ্লিষ্ট সূত্রের খবর, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অসমের ৯.২৬ লক্ষেরও বেশি মানুষ। বন্যায় জেরে জলের তলায় প্রায় ৬৮,৮০৬ হেক্টর চাষের জমি। আপাতত ১৯৩টি ত্রাণ শিবিরের আয়োজন করা গিয়েছে।