৩৬টি রাফায়েল জেট জঙ্গী বিমান কেনার বিষয়ে ভারত ফ্রান্সের সঙ্গে এক চুক্তি সাক্ষর করেছে। আর্থনীতিক খুটিনাটি বিষয়ে এখনও আলোচনা হচ্ছে এবং পরে চুড়ান্ত মতৈক্য হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলান্দের সঙ্গে বৈঠকের পর, সোমবার ওই ঘোষণা করেন। ওলান্দ তিন দিনের সফরে ভারত গেছেন।
মোদি বলেন “ কয়েকটি আর্থনীতিক দিক ছাড়া উভয় পক্ষ একটি আন্ত সরকারি চুক্তি সাক্ষর করেছে। আমরা দুজনই এবিষয়েও একমত হয়েছি যে দ্রুত আর্থনীতিক দিকটার সমাদান করবো।”
ওলান্দ চুক্তিকে দৃঢ় পদক্ষেপ বলে বর্ননা করেন।
ফ্রান্স কয়েক বছর ধরে বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক চুক্তি সম্পন্ন করার চেষ্টা করছে।