অ্যাকসেসিবিলিটি লিংক

বিজেপি-বিরোধী জোট গড়বার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দক্ষিণ ভারতে


বিজেপি-বিরোধী জোট গড়বার লক্ষ্যে দিল্লিতে বিভিন্ন দলের সঙ্গে কথাবার্তার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবার যাচ্ছেন দক্ষিণ ভারতে। অনেক দিন ধরেই তুলনায় সচ্ছ্বল দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির অভিযোগ, উত্তরের পশ্চাতপদ রাজ্যেরা দক্ষিণী রাজ্যগুলির সাফল্যের ঘাড়ে ভর করেই এগোচ্ছে। অভিযোগ, হিন্দি ভাষা ও সংস্কৃতিকে দক্ষিণের ওপর চাপানোর চেষ্টার। এই ক্ষোভের মধ্যেই তামিলনাড়ুর বিরোধী নেতা স্ট্যালিন দ্রাবিড়নাড়ুর কথা তুলে সেই পুরনো দাবিকেই উসকে দিলেন। অন্যান্য দক্ষিণী রাজ্য সায় দিলে একেবারে উত্তর বনাম দক্ষিণ পরিস্থিতি হয়ে উঠবে। হিন্দি চাপানোর বিরুদ্ধে ১৯৬৬ সালের তামিলনাড়ু জুড়ে আন্দোলনের কথা এখনও স্মরণ করা হয়। এই টালমাটাল অবস্থাতেই বিজেপি-বিরোধী জোটে দক্ষিণী রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ করতে চাইছেন মমতা।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG