অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত সরকারকে হুমকি দিল গোর্খা জনমুক্তি মোর্চা


ভারত সরকার আর ১০ দিনের মধ্যে গোর্খাল্যান্ড রাজ্য গঠনের বিষয়ে ব্যবস্থা না নিলে দার্জিলিঙে আন্দোলন তীব্রতর করে তোলার হুমকি দিল গোর্খা জনমুক্তি মোর্চা।

বস্তুত, গত ২ দিন ধরেই পাহাড় থেকে আন্দোলন ছড়িয়ে দেওয়া হয়েছে সমতলেও। অবশ্য সমতলের মানুষ তাতে বাধাও দিচ্ছেন।

মোর্চার সঙ্গে বিজেপি'র নির্বাচনী জোটের ফলে মোর্চার প্রত্যাশা ছিল, পৃথক রাজ্যের দাবিকে নরেন্দ্র মোদি সরকার সমর্থন করবে। বাস্তবে তেমন সম্ভাবনা কেন্দ্র উড়িয়েই দিয়েছে। এতেই হতাশ ও ক্ষুব্ধ মোর্চা মরিয়া হয়ে উঠে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চায়। সিকিমের পরে এবার প্রতিবেশী রাষ্ট্র ভুটানের সঙ্গে যোগাযোগের সড়কটিও অবরোধ শুরু করলো মোর্চা। ফলে অপদস্থ ও ক্রুদ্ধ ভারত সরকারও। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG