অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত সরকারের ধারনা আমেরিকার এইচ ওয়ান বি ভিসার ক্ষেত্রে কড়াকড়িতে ভারতীয় অর্থনীতির ক্ষতি হবে


Trump Immigration
Trump Immigration

এই যে এইচ ওয়ান বি ভিসা নিয়ে কড়াকড়ি শুরু হল প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নীতিতে, তা নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। দেশের আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামনিয়ান বলছেন, ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার ক্ষতিগ্রস্ত হবে এর ফলে। তাঁর আশঙ্কা, এর পরে সম্ভবত মার্কিন সংস্থাগুলির আউটসোর্সিং নীতির ওপর আঘাত আসবে। সব মিলিয়ে এ সবের গভীর ছাপ পড়বে দেশের অর্থনীতির ওপর। তিনি বলেন, আমেরিকাই নয়, বহু শিল্পোন্নত দেশেই গ্লোবালাইজেশন-এর আবহ ক্রমেই বদলে যাচ্ছে সংরক্ষণবাদের দিকে। ভারতের আর্থিক বৃদ্ধি ও উন্নতি কিন্তু ধাক্কা খাবে প্রেসিডেন্ট ট্রাম্পের এ ধরণের মনোভাবের পরিণামে।
এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:19 0:00

XS
SM
MD
LG