২০১৬ সালটা ছিল গত ১১৬ বছরের মধ্যে উষ্ণতম। কিন্তু আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাস, এ বছরের গ্রীষ্ম আরও তপ্ত হতে পারে। তীব্র তাপপ্রবাহ টের পাওয়া যাবে প্রধানত উত্তর ও পশ্চিম ভারতের ১৮ রাজ্যে। বাদ যাবে না পশ্চিমবঙ্গও। গত বছরের গরমে দেশে ৭০০ মানুষের মৃত্যু হয়, এর মধ্যে ৪০০ জন তেলেঙ্গানা ও অনধ্র প্রদেশের। ২০১৬-য় রাজস্থানে ৫১ ডিগ্রি পর্যন্ত উঠেছিল তাপমাত্রা। এ বছর তার চেয়েও বেশি হতে পারে। বিশ্ব জুড়ে উষ্ণায়ন ও তার জেরে মেরু প্রদেশের বরফ গলে যাওয়ার কথা শোনা যাচ্ছে। কিন্তু অত দূরের যাবার দরকার নেই, ভারতেই তার দাপট আগামী গ্রীষ্মে টের পাওয়া যাবে রোদের ছ্যাঁকায়।