অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতকে ২০২৪ সালের মধ্যে হিন্দু রাষ্ট্র ঘোষণাঃ সুরেন্দ্র সিংহ


ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গেলে শুধু সেই মুসলমানরাই এ দেশে থাকবেন যাঁরা হিন্দু সংস্কৃতিতে মিশে যেতে পারবেন। বলেছেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ। উত্তর প্রদেশের বালিয়া জেলার এই বিজেপি নেতা বলেছেন, দেশপ্রেমিক মুসলমানের সংখ্যা খুবই কম। ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গেলে তাঁরাই শুধু এ দেশে থাকবেন যাঁরা আমাদের সংস্কৃতিতে পুরোপুরি মিশে যেতে পারবেন। যাঁরা তা পারবেন না তাঁরা অন্য দেশে আশ্রয় নিতে পারেন।

আগামী দুহাজার চব্বিশ সালের মধ্যে ভারত হিন্দু রাষ্ট্র ঘোষিত হবে বলেও মন্তব্য করেছেন তিনি।সুরেন্দ্র সিংহের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবতার পুরুষ। দুহাজার পঁচিশে রাষ্ট্রীয় সেবক সংঘ আরএসএস একশো বছর পূর্ণ করবে, দুহাজার চব্বিশের মধ্যে ভারত হিন্দু রাষ্ট্র হবে। ঈশ্বরের ইচ্ছায় ভারত সুপার পাওয়ার হয়ে উঠবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে।

ভারত শুধু বিশ্ব গুরুই হবে না, দুহাজার চব্বিশের মধ্যে হিন্দু রাষ্ট্রও ঘোষিত হবে। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সম্পর্কে তাঁর কটাক্ষ, রাহুল গাঁধী দুরকম মূল্যবোধ, একটি ইতালীয়, অপরটি ভারতীয়। তাই তিনি কখনও ভারতীয় চিন্তাধারার বাহক হয়ে উঠতে পারবেন না। তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার জন্য হরেকরকম স্লোগান আবিষ্কার করতে পারেন কিন্তু দেশকে শক্তিশালী করে তোলার জন্য যে ক্ষমতা ও মূল্যবোধ লাগে তা তাঁর নেই।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG