অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের উত্তর প্রদেশে সরকারী হাসপাতালে অক্সিজেনের অভাবে ৬৩টি শিশুর মৃত্যু


ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুরের একটি সরকারী হাসপাতালে অক্সিজেনের অভাবে গত ৫ দিনে ৬৩টি শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনা জানাজানির পরে মুখ্যমন্ত্রী শনিবার তদন্তের নির্দেশ দিলেন। অক্সিজেন সরবরাহকারী সংস্থাটির সাফাই, কয়েক মাস ধরে তারা টাকা পাচ্ছিল না। কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েও কোন প্রতিকার না হওয়ায় তারা বাধ্য হয়ে সরবরাহ বন্ধ করে দেয়। আদিত্যনাথ এদের বিরুদ্ধেও পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন।

গত ৯ অাগস্ট থেকে মৃত্যু মিছিলের শুরু। সবচেয়ে বেশি, ২৩টি শিশুর মৃত্যু হয় ১০ আগস্ট। ৮ তারিখে ১২ জনের, শনিবার ৩ জনের। কর্তৃপক্ষ অক্সিজেনের অভাবে মৃত্যুর কথা গোড়ায় মানতে না চাইলেও শনিবার মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দেওয়ার পরে আর অভিযোগ নিয়ে সন্দেহ থাকে না। আমাদের কলকাতা সংবাদ দাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

XS
SM
MD
LG