অ্যাকসেসিবিলিটি লিংক

এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের প্রকাশিত প্রতিবেদন ধেকে জানা যাচ্ছে যে বাংলাদেশীদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে


এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের নিজস্ব ওয়েট সাইটে গত আঠারোই আগষ্ট প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে যে এদেশে অবৈধ ভাবে ঢুকে পড়া বাংলাদেশীদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে-এজাতীয় তথ্য কমিশনে জমা পড়েছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের পশ্চিমবঙ্গের শাখা সংগঠন মাসুম -এর করা এক তথ্যনুসন্ধান সর্ম্পকিত সমীক্ষার রির্পোটে। যেখান থেকে জানা যাচ্ছে অতি সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে এক নাবালক কে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে বিএসএফ এবং সেই বালক টি এখন এরাজ্যেরই একটি হোমে আটক আছে এবং রাজ্যের উত্তর চব্বিশ পরগনার স্বরুপ নগরের দত্তাপাড়া গ্রামেও চার মহিলাকে আটক করে বিএস এফ অবৈধ অনুপ্রবেশের দায়ে এবং এরাও আটক আছেন রাজ্যের আরেক সংশোধনাগারে ।এখন প্রশ্ন মানবাধিকার লঙ্ঘন কেন কি ভাবে হচ্ছে । সেটাই জানার , অবৈধ ভাবে ঢোকার চেষ্টায় যারা আটক হয়েছেন বা হচ্ছেন তারা কেমন আছেন -তাদের কি বক্তব্য- কি ভাবে তারা এদেশে আসছেন- কেনই বা আসছেন -বর্তমানে কি তাদের অবস্থা জেনে তাদের কাছ থেকেই সরাসরি।

অন্যদিকে মানবাধিকার লঙ্ঘন কেন কি ভাবে হচ্ছে পাচার হয়ে যাওয়া মহিলা বা শিশুদের ওপর ভারত সরকারের বিধিনিষেধ থাকা সত্বেও -তা হলে এসময় কি করা উচিৎ সরকারের এবিষয়ে জানিয়েছেন মানবাধিকার কর্মী ও সমাজ কর্মী অনিরুদ্ধ বসু। আমরাও অপেক্ষায় থাকব মানবাধিকার কর্মীর কথা অনুযায়ী দুদেশের সরকার সচেষ্ট হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকে থাকা বাংলাদেশীদের দেশে ফিরিয়ে নিতে এবং ফিরিয়ে দিতে কবে সফল হয়।

please wait

No media source currently available

0:00 0:04:32 0:00

XS
SM
MD
LG