আজ গোটা দেশে সারম্বরে পালিত হল পালিত হল ৬৯তম স্বাধীনতা দিবস। এদিন নতুন দিল্লীর অমর জওয়ান জ্যোতিতে পুষ্পাঘ্য অর্পণ করে বীর শহীদ দের শ্রর্দ্ধা জানান রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায় ....এছাড়াও শ্রর্দ্ধাঘ্য অর্পন করেন তিন সেনা বাহিনী প্রধানরা। একই সাথে নতুন দিল্লীর কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবস উদযাপন এর ভাষণ এ সন্ত্রাস মুক্ত ভারত গড়ার ডাক দেন। একই সাথে আজ পশ্চিম বঙ্গেও দিনটি যথোচিত মর্যাদায় উদযাপিত হয়। রাজ্য সরকারের তরফে মূল অনুষ্ঠান টির আয়োজন করা হয় কলকাতার রেড রোডে। সেখানে জাতীয় উত্তোলন করে অভিবাদন গ্রহন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি রাজ্যপ্রশাসনের সদর দপ্তর নবান্নেও জাতীয় পতাকা উত্তোলন করেন। অন্যদিকে এদিন পশ্চিমবঙ্গ বিধান সভাতেও দিনটি যথোচিত মর্যাদায় উদযাপিত হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়.....উপস্থিত ছিলেন সমস্ত রাজনৈতিক দলের বিধান সভার সদস্য বৃন্দ।একই সাথে দিন টি গোটা রাজ্যেই সারম্বরে উদযাপিত হয়...বিশেষ ভাবে উল্লেখ যোগ্য অনুষ্ঠান গুলি হল রাজ্যের প্রায় সব জেলাতেই জেলা তথ্য সংস্কৃতি বিভাগের তরফে স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন...কোথাও আয়োজন হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা কোথাওবা রক্তদান কিংবা শিশুদের বসে আকো প্রতিযোগীতা...স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজনে পিছিয়ে নেই কলকাতা তথা গোটা রাজ্যের জেলা সদর ব্লক স্তরের ক্লাব সংগঠন গুলিও। পাশাপাশি স্বাধীনতা দিবস যথোচিত মর্যাদার সাথেই উদযাপিত কলকাতায় রাজ্যের সবকটি রাজনৈতিক দলেরই রাজ্য সদর দপ্তর গুলিতে।