অ্যাকসেসিবিলিটি লিংক

নরেন্দ্র মোদীর ভাষণকে নির্বাচনী প্রচারণা বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা


আজ ভারতের স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণকে কার্যত নির্বাচনী প্রচারণা বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

প্রতি বছর দিল্লিতে ঐতিহাসিক লাল কেল্লার পাদদেশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেন। তবে এবার পরিস্থিতি আলাদা। আসছে বছরের সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখে তিনি প্রায় আশি মিনিটের বক্তৃতায় মনমোহন সিংয়ের কংগ্রেস সরকারকে অপদার্থ বলা থেকে শুরু করে নিজের বিজেপি সরকারের কাজের ফিরিস্তি তুলে ধরেন। বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। তার একটি হলো জনস্বাস্থ্য বিমা, যাকে বলা হয় মোদী কেয়ার।

মোদী বললেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য অভিযানের আওতায় আগামী ২৫শে সেপ্টেম্বর থেকে দেশের দশ কোটি পরিবার ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমার সুবিধা পাবে। এছাড়াও তিনি জানান, ২০২২ সালে ভারত মহাকাশ যানে করে একজন মহিলা বা পুরুষ মহাকাশচারী পাঠাবে। নরেন্দ্র মোদী বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে আমি অধীর হয়ে রয়েছি।

দীপংকর চক্রবর্তী ভয়েস অফ আমেরিকা কলকাতা

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG