অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির জাল বিস্তারের প্রেক্ষিতে নতুন গোয়েন্দা ইউনিট স্থাপন


West Bengal militants
West Bengal militants

পশ্চিমবঙ্গের মাটিতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির জাল বিস্তারের প্রেক্ষিতে এবার নড়েচড়ে বসল সরকার। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি-র ধাঁচে তৈরি হল নয়া গোয়েন্দা এজেন্সি। নাম, লোকাল ইন্টেলিজেন্স ইউনিট (এলআইইউ)।
রাজ্যের বর্ধমান জেলারখাগড়াগড়েরজেএমবি মডিউল থেকে থেকে শুরু করে আইএস জঙ্গি মুসার কলকাতা এবং বীরভূমে হামলার ছক।আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি রাজ্যে কতখানি জাল বিস্তার করেছে, একের পর ঘটনায় বারবার মিলেছে প্রমাণ। উঠেছে গোয়েন্দা-ব্যর্থতার অভিযোগ। এই প্রেক্ষিতে এবার কেন্দ্রের ধাঁচে রাজ্যে নয়া গোয়েন্দা এজেন্সি তৈরি হল ।ইন্টেলিজেন্স ব্যুরোর অধীনে প্রতি রাজ্য আছে এসআইবি বা সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো। যাদের কাজ, গোপন তথ্য সংগ্রহ, সন্দেহভাজনদের গতিবিধিতে নজরদারি, অনুপ্রবেশ রোখা। কেন্দ্রের ধাঁচে রাজ্যের ইন্টেলিজেন্স ব্যুরো স্টেট আইবির অধিনে তৈরি হল এলআইইউ। সূত্রের খবর, রাজ্য আইবির সদর দফতর থেকেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণত হবে নতুন ইউনিট।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG