অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের তেল মন্ত্রী ভারত সফরে ইরানের অপরিশোধিত তেলের বিক্রি আবার চালু করার লক্ষ নিয়ে


ইরানের তেল মন্ত্রী ভারত সফরে গিয়েছেন – দক্ষিন এশিয়ার ঐ দেশটিতে ইরানের অপরিশোধিত তেলের বিক্রি আবার চালু করার লক্ষ নিয়ে । ইরানের তেল মন্ত্রী রোস্তাম কাসেমি সোমবার দেখা করেন ভারতের তেল মন্ত্রী ভিরাপ্পা মোইলির সঙ্গে । ইরানের তেল বিক্রি যে ক্রমেই হ্রাস পাচ্ছে তার কি বিহিত করা যায় দু’জন মিলে তার সম্ভাব্য সমাধান নিয়ে কথাবার্তা বলেছেন । আলোচনার ভেতরে , ভারতের যেসব পরিশোধনাগার বলছে যে ইরানের তেলের ওপর যুক্তরাষ্ট্র ও য়ুরোপিয় য়ুনিয়নের বিধিনিষেধের কারনে তারা তাদের শোধনাগারগুলোয় বিমা বলবত রাখতে পারছে না তাদের জন্যে বীমা সুবিধের বন্দোবস্ত করবার প্রস্তাব সংশ্লিষ্ট বিষয়ও শামিল ছিলো ।
বিশ্লেষকেরা বলছেন – বীমা সমস্যার সমাধানে তেহরানের সহায়তা প্রস্তাব বিশেষ কাজ দেবেনা , কেননা ইরানের বীমা কোম্পানীগুলোর ওপরেও ঐ বিধিনিষেধ বলবত করা রয়েছে ।
পারমানবিক কর্মসূচী কমাতে বলে ইরানের ওপর চাপ সৃষ্টির লক্ষে পশ্চিমা ঐসব বিধিনিষেধ ইরানের তেল রফতানী দারূনভাবে কমিয়ে দিয়েছে – আর তাতে দেশটির কোটি কোটি ডলারের লোকশান হচ্ছে ।
XS
SM
MD
LG