অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতিবেশী কিংবা দূরদেশি কাউকেই এই মুহূর্তে টিকা দিতে পারছেনা ভারত


করোনার প্রতিষেধক দেওয়ার ব্যাপারে ভারতকে চাপে রাখতে ব্রাজিল সরাসরি ভারতে একটি বিমান পাঠিয়ে দেওয়ার কথা বলেছে। সেই বিমান মুম্বাইয়ে গিয়ে পুণের সিরাম ইনস্টিটিউট থেকে কুড়ি লক্ষ ডোজ করোনা প্রতিষেধক বিশেষ কন্টেইনারে করে নিয়ে আসবে বলে ব্রাজিলের বিদেশ দপ্তর বিবৃতি দিয়েছে‌। এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে একটু তাড়াতাড়ি যাতে করোনা টিকা পাওয়া যায় তার অনুরোধ করেছিলেন। তবে ভারতীয় বিদেশ দফতরের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিকদের জানান, এই মুহূর্তে ভারতের টিকাদান কর্মসূচি নিয়ে ব্যস্ততা চলছে, তার প্রস্তুতি চলছে, এখনো সব জায়গায় পুরো ডোজ পৌঁছয়নি। অথচ আগামীকাল শনিবার সকাল ন'টায় টিকাদান শুরু হয়ে যাবে। সুতরাং এই মুহূর্তে বিদেশের অনুরোধ মানা সম্ভব হবে না। যদিও ভারত বলেছে ভারতে তৈরি টিকা যাতে সব দেশই পায় ভারত তার ব্যবস্থা করবে। সেক্ষেত্রেও প্রতিবেশী দেশগুলোকে যে অগ্রাধিকার দেওয়া হবে, সেটাও ভারত আগে জানিয়ে দিয়েছে। তবে এখনই প্রতিবেশী কিংবা দূরদেশি কাউকেই দেওয়া যাবে না। ঠিক কবে দেওয়া যাবে তাও বলা যাচ্ছে না।

সরাসরি লিংক

ব্রাজিল সরাসরি সিরাম ইনস্টিটিউট থেকে দুই লক্ষ ডোজ করোনা প্রতিষেধক কিনেছে। তার দামও মিটিয়ে দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী মোদি যেমন বলেছেন, আমরা অবশ্যই মানবিকতার খাতিরে সব দেশকে এই টিকা সরবরাহ করব। তবে আমাদের নিজেদের জায়গাটা গুছিয়ে নিয়ে তার পর।

XS
SM
MD
LG