অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ও ইটালির সম্পর্ক আবার স্বাভাবিক হচ্ছে


চার বছর আগে ভারতের কেরল উপকূলে মাছ ধরায় ব্যস্ত দুই ভারতীয় ধীবরকে এক ইতালীয় রণতরীর দুই সৈনিক জলদস্যু সন্দেহে গুলি করে মেরে ফেলে। দুই সৈনিককে গ্রেপ্তার করা হয়, হত্যার মামলা শুরু হয় সৈনিকদের বিরুদ্ধে। এই নিয়ে দুই দেশের সম্পর্ক তলানীতে ঠেকে। কয়েক দিন আগে সৈনিকেরা একে একে সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফেরবার অনুমতি পায়।

রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যায়, এর পেছনে দুই দেশের প্রধানমন্ত্রি, নরেন্দ্র মোদি ও ম্যাতিও রেনজির মধ্যে কোনও গোপন বোঝাপড়া হয়েছে কিনা। যাই হোক, সে সব পেছনে ফেলে দুই দেশই সম্পর্ক স্বাভাবিক করে তুলতে সম্মত হয়েছে। চলতি সপ্তাহ থেকেই দুই দেশের মন্ত্রি ও শীর্ষ অধিকারিকদের একে অপরের দেশ সফর শুরু হয়ে যাচ্ছে। এমনকি, সেপ্টেম্বর মাসে রোমে মাদার টেরেসাকে সন্ত ঘোষণার অনুষ্ঠানে স্বয়ং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে আলোচনা হচ্ছে।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG