অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে গোরক্ষকদের মারে খুনের মামলায় অভিযুক্তদের ঝাড়খন্ডের আদালত দোষী সাব্যস্ত করেছে


দেশে গোরক্ষকদের’ মারে খুনের মামলায় ঝাড়খন্ডের নিম্ন আদালতে দোষী সাব্যস্ত এগারোজন অভিযুক্তের সবাই। ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই খুন-ধারায় তারা অপরাধী সাব্যস্ত হয়েছে। এছাড়া, তাদের তিনজন ভারতীয় দণ্ডবিধির একশো কুড়ি বি ষড়যন্ত্র-ধারায়ও দোষী সাব্যস্ত হয়েছে, যা থেকে পরিষ্কার, আদালত নিশ্চিত যে, পূর্বপরিকল্পনা মাফিক ওই হামলা করা হয়েছিল।

এই রায়ের পর শোনা যাচ্ছে গোরক্ষার নামে বাড়াবাড়ি, গোপাচারকারী সন্দেহে হত্যার মামলায় এই প্রথম দেশে কোনও দোষী ঘোষণার রায় বেরল। আগামী বিশে মার্চ সাজা ঘোষণা হবে।অপরাধী সাব্যস্ত লোকজনের আইনজীবীরা আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করা হবে বলে জানিয়েছেন। উল্লেখ করা যেতে পারে গত বছরের ঊনত্রিশে জুন রামগড়ে মারমুখী জনতার পিটুনিতে মারা যান আলিমুদ্দিন ওরফে আসগর আনসারি নামে একজন। তাঁর কাছে গোমাংস ছিল, এই সন্দেহে আসগরকে মারধর করা হয়। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় বিস্তর শোরগোল হয়। মামলাটি নিয়ে শোরগোল হয়েছিল গত বছরের অক্টোবরেও।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG