অ্যাকসেসিবিলিটি লিংক

জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিকেশন এজেন্সি


India
India

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম চক্রী এক জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিকেশন এজেন্সি এনআইএ। ধৃতের নাম জহিরুল শেখ। মধ্যপ্রদেশ থেকে অভিযুক্ত জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ সূত্রে খবর, ধৃত জহিরুল শেখ সক্রিয় জেএমবি জঙ্গি। বর্ধমানের শিমুলিয়া মাদ্রাসা থেকে প্রশিক্ষণ নিয়েছিল সে। খাগড়াগড় বিস্ফোরণের তদন্তে নেমে যে ন্যানো গাড়িটি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী অফিসাররা। সেই গাড়িটি চালাত জহিরুল। আরও জানা গিয়েছে, ধৃত জহিরুল জেএমবি-র একজন মাথা। তার উপর দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে যুবক-যুবতীদের জঙ্গি সংগঠনে নিয়োগ করা। আর তারপর সেই যুবক-যুবতীদের জঙ্গি প্রশিক্ষণ দিত সে। প্রসঙ্গত বলা যেতে পারে আর একদিন পরেই ১৫ই অগাস্ট ভারতের, স্বাধীনতা দিবস। ঠিক তার আগেই ওই জেএমবি জঙ্গি কেন মধ্যপ্রদেশে ঘাঁটি গেড়েছিল? তা খতিয়ে দেখছে এনআইএ। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে কোনও নাশকতার পরিকল্পনা ছিল কিনা, ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা করছেন অফিসাররা।উল্লেখ করা যেতে পারে, ২০১৪ সালের দোসরা অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে জঙ্গিদের একটি ডেরায় বিস্ফোরণ ঘটে। ২ জঙ্গির ঘটনাস্থলেই মৃত্যু হয়। তদন্তের দায়িত্বভার গ্রহণ করে এনআইএ। তদন্তে নেমে পশ্চিমবঙ্গ তথা ভারতে জেএমবি জঙ্গিগোষ্ঠীর বিশাল নেটওয়ার্কের কথা জানতে পারেন তদন্তকারী অফিসাররা। এপার বাংলার মাটিকে ব্যবহার করে ওপার বাংলায় ধারাবাহিক নাশকতার প্রস্তুতি চলছিল বলে চার্জশিটে জানায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।

XS
SM
MD
LG