অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীরে নিরাপত্তারক্ষী-বিক্ষোভকারীদের সংঘর্ষে এক বালকের মৃত্যু


উত্তপ্ত কাশ্মীর। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত্যু হল ১২ বছরের এক বালকের। মৃতের সংখ্যা বেড়ে ৮৪। পুলিশ সূত্রে খবর, মৃত বালকের নাম জুনাইদ আখুন।

গতকাল সাফাকাদলের সৈদাপোরা থানা এলাকায় ছররা গুলিতে জখম হয় সে। মাথায় এবং বুকে গুলি লাগে তার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় জুনাইদের। এই ঘটনার জেরে সাতটি থানা এলাকায় জারি রয়েছে কার্ফু। নওহাট্টা, খানইয়ার, রাইনাওয়ারি, সাফাকদল, মহারাজগঞ্জ, মইসুমা এবং বাটামালুতে রয়েছে কার্ফু।

প্রসঙ্গত, গত ৮ জুলাই হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে অশান্ত হয়ে ওঠে কাশ্মীর। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG